চুয়াডাঙ্গা সোমবার , ২০ নভেম্বর ২০২৩

বিশ্বকাপে ফ্রান্স-জার্মানির জয়রথ ছুটছে

নিউজ রুমঃ
নভেম্বর ২০, ২০২৩ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

খেলাধুলা প্রতিবেদন:
ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে জয়রথ ছুটছে জার্মানির কিেেশারদের। শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রেখে দলটি। সর্বশেষ ৩-০ গোলে হারিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলাকে। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফে’র সেরা হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে জার্মানি। এই ম্যাচে হেরেও অবশ্য নকআউটে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গী হয়েছে ভেনিজুয়েলাও। জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরুর বাঁশি বাজার কয়েক সেকেন্ডের মধ্যে রবার্ট রাম্স্যাকের গোলে এগিয়ে যায় জার্মানি। ৪২ মিনিটে ব্যবধান ২-০ করেন এরিক ডা সিলভা মোরেইরা। বিরতির পর ম্যাচে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-০ করেন রবার্ট রামস্যাক। শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে নকআউটে উঠেছে ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলও। গত শুক্রবার তারা ৩-০ গোলে হারিয়েছে যুক্তরাস্ট্রকে। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট অর্জন করে গ্রুপ ‘ই’র সেরা হয়ে পরের রাউন্ডে উঠে ফ্রান্স। এই ম্যাচে হেরেও ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে নক আউটে জায়গা করে নিয়েছে যুক্তরাস্ট্রও। শেষ ষোলোয় ফ্রান্স কিশোররা খেলবে সেনেগাল অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে। আর জার্মানির প্রতিপক্ষ যুক্তরাস্ট্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।