খেলাধুলা ডেস্ক: ঘরের মাঠে ৭৮ রানের বিশাল জয় দিয়ে বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ করলো চিটাগাং ভাইকিংস। চিটাগাংয়ের ১৮৫ রান তাড়া করতে নেমে ১০৭ রানে অলআউট হয়ে যায় বরিশাল। প্রথম লেগে বরিশালের কাছে ৭ উইকেটে হেরেছিলো চিটাগাং। ১৮৬ রানের বড় লক্ষ্যে শুরু থেকেই নড়বড়ে ছিলো বরিশালের ব্যাটসম্যানরা। বড় ইনিংস খেলতে পারেনি কেউই। যাওয়া-আসার মধ্যেই ছিলেন তারা। ফলে ৫০ রানের নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বরিশাল। কিন্তু বরিশালকে সেই লজ্জা পেতে দেননি এনামুল হক (২)। আট নম্বরে ব্যাট হাতে নেমে ৩৭ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন তিনি । এরপরও ৮ বল হাতে রেখে ১০৭ রানেই গুটিয়ে যায় বরিশাল। এনামুল ছাড়া বরিশালের পক্ষে দু’অংকের কোটা স্পর্শ করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। মুশি ১৯ ও তাইজুল ১২ রান করেন। চিটাগাং-এর পক্ষে ৩টি উইকেট নেন আফগানিস্তানী মোহাম্মদ নবী। এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চিটাগাং-এর অধিনায়ক তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ডোয়াইন স্মিথ ও পাকিস্তানের শোয়েব মালিকের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৮৫ রান করে চিটাগাং। ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৯ বলে ৬৯ রান করেন স্মিথ। আর ৩০ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করেন ম্যাচের সেরা মালিক। এছাড়া তামিম ১৯, আনামুল হক বিজয় ১১ ও আফগানিস্তানের মোহাম্মদ নবী ৪ ও জহিরুল ইসলাম ৭ রানে অপরাজিত থাকেন। বরিশালের পক্ষে কামরুল ইসলাম রাব্বি ও শ্রীলংকার থিসারা পেরেরা ২টি করে উইকেট নেন।