
সমীকরণ প্রতিবেদন:
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার দিবসটি উপলক্ষে তিন জেলার প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান র্যালি, আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। এসময় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, চুয়াডাঙ্গা লেডিস ক্লাবের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে লেডিস ক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা লেডিস ক্লাবের সভাপতি ডিসি পত্নী মেহেনাজ খান বাঁধনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের যেভাবে পথ দেখিয়েছেন, তাতে নারী সমাজ অনেক দূর এগিয়ে গেছে। বর্তমানের আইসিটির বিষয়ে নারীরা অনেকটা পিছিয়ে আছে। তাদের এগিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে। বর্তমানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের দেশের নারীরা অনলাইনের মাধ্যমে ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছে। মোট কথায় পুরুষের পাশাপাশি নারীরাও সংসারের হাল ধরতে সক্ষম হয়েছে।
সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা লেডিস ক্লাবের সভাপতি ডিসি পত্নী মেহেনাজ খান বাঁধন বলেন, ‘আজকে যাদেরকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে, তারা ঘরে বসে কাজ করে আর্থিকভাবে স্বাবলম্বী হবে এটাই আমাদের মূল লক্ষ্য। তারা আর্থিকভাবে তাদের পরিবারকে সহযোগিতা করতে পারবে। আজকে নারীরা অনেক দূর এদিয়ে গেছেন। নারীরা একসময় সংসারের কাজ শেষে অবসর সময় কাটাতেন। কিন্তু বর্তমানে নারীরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ব্যবসা করে এগিয়ে যাচ্ছেন। নারীদের এখন আর সংসারের বোঝা বলা হয় না।’
আলোচনা সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, লেডিস ক্লাবের সহসভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পত্নী নাহিদ হাসান তিশা, সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী অফিসারের পত্নী মাহফুজা মুন্নী, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সাদাত হোসেন, লেডিস ক্লাবের কোষাধ্যক্ষ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার নূর পেয়ারা বেগম, সদর উপজেলা কৃষি অফিসার আফরিন স্বর্ণা প্রমুখ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক পত্নী মমতাজ বেগম, আরডিসি পত্নী নুসরাত জাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে ১১ জন দরিদ্র ও দুস্থ নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে চুয়াডাঙ্গা লেডিস ক্লাবের উদ্যোগে সেলাই মেশিন প্রদান করা হয়। পরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেক কাটা হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অফিসের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, সান্তনা খাতুন, রোকন মিয়া, নাজমুল সুলতানা, তানিয়া খাতুন, ইসমত আরা, রিমা খাতুন, বিশাখা রানী শাধু খাঁ প্রমুখ।
ঝিনাইদহ:
ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল বলেছেন, আল্লাহ পাক নারীদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন। তাই সমাজ ও রাষ্ট্র উন্নয়নে নারীদের ভূমিকা অপরিসীম। গতকাল বুধবার ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তরে বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা দানকালে এসব কথা বলেন পৌর মেয়র। জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম।
এছাড়া অন্যান্যের মধ্যে পুলিশ সুপার আশিকুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা তথ্য অফিসার আবুবকর ছিদ্দিক, মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার তাসলিমা বেগমসহ বিভিন্ন এনজিও পরিচালক, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি খোলেদা খানম এমপি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে হতদরিদ্র নারীদের আত্ম-কর্মসংস্থান ও স্বাবলম্বী করার জন্য পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহিদী অনুদান হিসেবে ৫০টি সেলাই মেশিন প্রদানের ঘোষণা দেন।
হরিণাকুণ্ডু:
‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’, ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ স্লোগানে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে গতকাল বুধবার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, ঝিনাইদহের জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান, কাপাশাটিয়া ইউনিয়নের স্মার্ট ভিলেজ জনপদের চেয়ারম্যান শরাফত দৌলা ঝণ্টু, ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বসির উদ্দিন ও উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুণ্ডু।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা শ্রমিক লীগের জেলা নেত্রী নাজমা সাজেদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজ রহমান, শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম, সদস্য দেলোয়ার হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও মহিলাবিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জামাল উদ্দীন।