ইপেপার । আজ শনিবার, ০২ নভেম্বর ২০২৪

বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করল যৌথ বাহিনী

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১২:২২:২২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / ৪১ বার পড়া হয়েছে

ভারত থেকে পাচার হয়ে আসা ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ প্রসাধনী, শিশু খাদ্য, শাড়ি, কম্বল আটক করেছে যৌথ বাহিনী। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে মাগুরা ভায়না মোড় থেকে কুরিয়ার সার্ভিস এস এ পরিবহনের কাভার্ড ভ্যান থেকে এসব মালামাল জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ১৯ বেঙ্গল ঝিনাইদহ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন রাদ এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে ক্যাপ্টেন রাদ বলেন, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের চকলেট, শাড়ি, কম্বল, প্রসাধনী যশোর হয়ে মাগুরা পার হয়ে ঢাকা যাচ্ছে। খবর পেয়ে তারা মাগুরার ভায়না মোড়ে বিভিন্ন সন্দেহভাজন পরিবহনে তল্লাশি পরিচালনা করেন। এসময় এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। এসময় মালামালের বিপরীতে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে ঝিনাইদহ ১৯ বেঙ্গল ক্যাম্পে গাড়িসহ মালামাল নিয়ে আসে। তিনি আরও জানান, এসব সামগ্রীর আনূমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করল যৌথ বাহিনী

আপলোড টাইম : ১২:২২:২২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

ভারত থেকে পাচার হয়ে আসা ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ প্রসাধনী, শিশু খাদ্য, শাড়ি, কম্বল আটক করেছে যৌথ বাহিনী। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে মাগুরা ভায়না মোড় থেকে কুরিয়ার সার্ভিস এস এ পরিবহনের কাভার্ড ভ্যান থেকে এসব মালামাল জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ১৯ বেঙ্গল ঝিনাইদহ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন রাদ এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে ক্যাপ্টেন রাদ বলেন, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের চকলেট, শাড়ি, কম্বল, প্রসাধনী যশোর হয়ে মাগুরা পার হয়ে ঢাকা যাচ্ছে। খবর পেয়ে তারা মাগুরার ভায়না মোড়ে বিভিন্ন সন্দেহভাজন পরিবহনে তল্লাশি পরিচালনা করেন। এসময় এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। এসময় মালামালের বিপরীতে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে ঝিনাইদহ ১৯ বেঙ্গল ক্যাম্পে গাড়িসহ মালামাল নিয়ে আসে। তিনি আরও জানান, এসব সামগ্রীর আনূমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।