শহর প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাঁপুরের আহসান হাবিবের ছেলে পিপুল(২৮) গতকাল বিকালে তার শ্বশুরবাড়ী চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মাঝেরপাড়ায় আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে ঘুমের বড়ি খেলে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। সে সাতগাড়ির খাজের আলির জামাই। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাঁপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে রিপন বছর তিনেক আগে পিপুলের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা সিঙ্গাপুর পাঠানোর কথা নেন। কিন্তু তিন বছর পার হলেও পিপুল বিদেশ যেতে পারেনি এমনকি নগদ টাকাগুলো ফেরত পাননি। এই টাকার জন্য পারিবারিক অশান্তি সৃষ্টি গতকাল পিপুল শ্বশুরবাড়ীতে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে ঘুমের বড়ি খায়।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।