বিজয়া দশমীতে পর্দায় মিলা হোসেন

34955_mila

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী মিলা হোসেন। মিডিয়ায় এখন আর নিয়মিত নন তিনি। স্থায়ীভাবে আমেরিকায়ই থাকছেন মিলা। তবে বেড়াতে এলে ক্যামেরার সামনে দাঁড়াতে ভুল করেন না এই পর্দাকন্যা। সমপ্রতি দেশে ফিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি নাটকে অভিনয় করেছেন মিলা। ‘হারানো দিনের’ কথা শিরোনামে নাটকটিতে তার তার সহশিল্পী হিসেবে রয়েছেন সজল। দীপান্বিতা ইতির গল্প ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন কৌশিক শংকর দাস। মিলা ও সজল ছাড়া নাটকে আরও অভিনয় করেছেন লায়লা হাসান, শরীফ খান, আঁখি আফরোজ, নীলা ইস্রাফীল ও এশা আল জামি রাহী। এর গল্পে দেখা যাবে পরিবার ও সমাজের চাপে বড় অসময়ে একে অপরের কাছ থেকে দূরে সরে যায় সজল ও মিলা। ভালো ছাত্র এবং দেশ নিয়ে বড় বড় স্বপ্ন দেখা বেকার ছেলে সজলকে মিলার বাবা মেনে নেন না। বিদেশে স্থায়ী পাত্রের সঙ্গে বিয়ে দেয় মিলার। এদিকে স্বপ্ন আর বাস্তবতার যাঁতাকলে অন্য মানুষ হয়ে যায় সজল। নাটকটি শারদীয় দুর্গাপূজার বিশেষ আয়োজনে বিজয়া দশমীর দিন রাত ৯টা ০৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।