ইপেপার । আজ বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালাচ্ছিলেন

বিজিবির হাতে দুই আ.লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:৫৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ৩৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার দুপুরে দর্শনা সীমান্তে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরির সময় তাদেরকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, অসংখ্য সিল, দলীয় প্যাড ও সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাজিহাটা গ্রামের আশরাফুল আহমেদের ছেলে বুলবুল আহমেদ (৩৮) ও রাজশাহী বাগমারা থানার খাজুরা গ্রামের মনির হকের ছেলে ফজলুলু হক (৩৫)। তারা দুজনই আওয়ামী প্রজন্ম লীগের সক্রিয় সদস্য।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বিএসবি শাখা হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধমে জানায়, দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইল পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুজন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে ভারতে পালানোর চেষ্টার কথা স্বীকার করে। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, অসংখ্য সিল, দলীয় প্যাড ও সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। তাদেরকে আটক দেখিয়ে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, দুই আসামিকে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালাচ্ছিলেন

বিজিবির হাতে দুই আ.লীগ নেতা আটক

আপলোড টাইম : ১১:৫৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার দুপুরে দর্শনা সীমান্তে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরির সময় তাদেরকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, অসংখ্য সিল, দলীয় প্যাড ও সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাজিহাটা গ্রামের আশরাফুল আহমেদের ছেলে বুলবুল আহমেদ (৩৮) ও রাজশাহী বাগমারা থানার খাজুরা গ্রামের মনির হকের ছেলে ফজলুলু হক (৩৫)। তারা দুজনই আওয়ামী প্রজন্ম লীগের সক্রিয় সদস্য।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বিএসবি শাখা হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধমে জানায়, দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইল পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুজন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে ভারতে পালানোর চেষ্টার কথা স্বীকার করে। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, অসংখ্য সিল, দলীয় প্যাড ও সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। তাদেরকে আটক দেখিয়ে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, দুই আসামিকে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।