বিজিবির অভিযানে সীমান্তের পৃথক তিনটি স্থানে ফেনসিডিল ও মদ উদ্ধার

দর্শনা অফিস: দর্শনা নীমতলা, মদনা ও বারাদী সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে। গতকাল ভোর রাতের দিকে বিজিবি এসব মাদকদ্রব্য উদ্ধার করে। এসব মালামালের সাথে সংশি¬ষ্ট কাউকে আটক করতে পারেনি। বিজিবি জানায়, গতকাল ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির নীমতলা ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মোখলেছুর রহমান, মদনা বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার হাবিবুর রহমান ও বারাদি বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ১৭১ বোতল ফেন্সিডিল ও ৩০ বোতল  ভারতীয় মদ উদ্ধার করে।