সমীকরণ প্রতিবেদন: সুপ্রীম কোর্ট-হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। গতকাল শনিবার বিকেলে তিনি সার্কিট হাউসে এসে পৌঁছালে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার. জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, সেক্রেটারি তালিম হোসেন, সহসভাপতি কাইজার হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মিল্টন ও সুজাউদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য মফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।
এদিকে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির আমন্ত্রণে আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।
২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চুয়াডাঙ্গা সফরকালে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালত, অধীনস্থ আদালতসমূহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও অধীনস্থ আদালতসমূহ পরিদর্শন করবেন। ২৮-২৯ সেপ্টেম্বর মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতসমূহ পরিদর্শন এবং ২-৪ অক্টোবর কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতসমূহ পরিদর্শন করবেন।
