
বিশ্ব ডেস্ক: বিক্ষোভকারী খনি শ্রমিকদের হাতে প্রাণ গেল বলিভিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশটির সরকার দাবি করেছে, বিক্ষুব্ধ শ্রমিকরা তাকে অপহরণ করে এবং পরে হত্যা করে। বৃহস্পতিবার সকালে লা পাজের দক্ষিণে পান্ডুরোয় বিক্ষোভকারী শ্রমিকদের অবরোধের মুখে পড়েন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রডোলফো ইলানেস। সেখান থেকে তাকে ও তার গাড়ি চালককে তুলে নেয় শ্রমিকরা। স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রমেরো জানিয়েছেন, সব দিক বিবেচনা করে বোঝা যাচ্ছে, দলবদ্ধ ও বর্বরভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ইলানেসকে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষুব্ধ শ্রমিকদের। পুলিশের গুলিতে দুই শ্রমিক নিহত হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রেইমি ফেরেইরার উদ্ধৃতি দিয়ে লা রাজোন পত্রিকা জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ইলানেসকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।