বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর বার্ষিক কাউন্সিল আগামীকাল শনিবার (১৯ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমমনা রাজনৈতিক দল ও পেশাজীবী নেতারা এতে বক্তব্য রাখবেন।
বিএফইউজের সভাপতি এম. আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন শুক্রবার (১৮ মার্চ) এক বিবৃতিতে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কাউন্সিল সফল করতে ডিইউজেসহ সকল অঙ্গ ইউনিয়নের কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
-সংবাদ বিজ্ঞপ্তি
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।