মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাহাতুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। গতকাল বুধবার ভোরে কাজিপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গাংনী উপজেলা বিএনপির সহসভাপতি ও কাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
জানা গেছে, গেল দুই বছর ধরে তিনি নানা রোগে অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গত ৭ জুলাই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন। পরে সর্বশেষ পরীক্ষায় নেগেটিভ হয় বলে জানায় তার পরিবারের একটি সূত্র। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। রাহাতুল্লাহ স্থানীয় বিএনপির জনপ্রিয় নেতা ছিলেন। চলতি মেয়াদসহ আরও দুইবার তিনি কাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
