চুয়াডাঙ্গা সোমবার , ১০ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বাড়ি ফেরা হলো না কলেজছাত্র সাঈদ আফ্রিদীর

নিউজ রুমঃ
জানুয়ারি ১০, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের আটমাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদ আফ্রিদী তন্ময় (২৫) ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চন্দুলী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সোমবার সকালে মোটরসাইকেলে তন্ময় চুয়াডাঙ্গা থেকে নিজ বাড়ি ঝিনাইদহের চন্দুলী গ্রামে যাচ্ছিলেন। এসময় আটমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ওসি জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।