প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভিপুরে প্রবাসীর স্ত্রীকে পেটালেন লিটন নামের এক যুবক। গতকাল বুধবার সকালের দিকে লিটন নামের ওই যুবক বাড়ির মধ্যে ঢুকে প্রবাসী সামাদের স্ত্রী সুমি খাতুনকে (২৫) একই গ্রামের নজিত আলী (৪০) নামের এক যুবক বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ করেছেন সুমি খাতুন।
সুমি খাতুন জানান, ‘দীর্ঘদিন ধরে লিটন আমাকে অনৈতিক প্রস্তাব দিচ্ছিল। আমি অনেক জায়গায় বিচার দিয়েছি, কিন্তু কোনো বিচার পাইনি। আজ (গতকাল) হঠাৎ করে আমাদের বাড়িতে ঢুকে আমাকে মারধর শুরু করে। আমাকে মারতে মারতে রাস্তায় নিয়ে যায়। একপর্যায়ে এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
সুমি খাতুনের শাশুড়ী রশিদা খাতুন জানান, ‘আমার ছেলের বউকে লিটন অনেক আগে থেকেই বিভিন্ন অনৈতিক প্রস্তাব ও বদনজর দিয়ে আসছিল। মাঝে মধ্যেই ঘরের জানালা-দরজা দিয়ে উকি মারে। হাতে-নাতে ধরেছি। তবুও লিটন একই কাজ বারবার করে আসছিল। একাধিকবার চেয়ারম্যান, মেম্বারদের নিয়ে বিচার শালিস হয়েছে, কিন্তু আমরা কোনো বিচার পাইনি।’
এলাকাবাসী জানান, ‘দীর্ঘদিন ধরে ওই দুই পরিবারের সাথে ঝামেলা চলছে। আমরা গ্রামবাসী অতিষ্ঠ হয়ে গেছি। এর একটা সুরহা হওয়ার দরকার।’
সুমি খাতুনের মা সুন্দরী বেগম জানান, ‘আমার মেয়েকে অনেকদিন থেকে লিটন খারাপ কথা বলে। আজ আমার মেয়েকে এমনভাবে নির্যাতন করছে, যা ভয়াবহ। মেয়ের শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন দেখলেই বোঝা যাবে, কীভাবে মেরেছে আমার মেয়েকে।’
মুঠো ফোনে বুড়িপোতা ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান শাহাজামান জানান, ‘দীর্ঘদিন থেকে লিটন ও সুমির পরিবারের মধ্যে ঝামেলা চলছে। আমি নিজেই ২-১ বার সমাধান করেছি। তবুও একই অবস্থা। আজ শুনলাম ওদের মধ্যে মারামারি হয়েছে। বিষয়টি দুঃখজনক। বিষয়টি আইনের মাধ্যমে নিষ্পতি হওয়ার দরকার।’ মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলী দারা জানান, বিষয় শুনেছি। তদন্ত চলছে, দোষ করলে কোনো ছাড় নেই।
