সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও বাড়াদী ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুর রাজ্জাকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে এনায়েতপুর-বাড়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন হোসাইন আহমেদ মাহফুজ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান বিশ্বাস লিটু, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রোসিকিউটর (পিপি) এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গণু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কলিম উদ্দিন বিশ্বাস, আব্দুল হান্নান মাস্টার, সম্পাদক শহিদুল ইসলাম লাল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক সম্রাট। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সানোয়ার হোসেন, লিমন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সেক্রেটারিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বিন্দু। অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ স্বপন।