মেহেরপুর অফিস:
মুজিবনগরের বাগোয়ান গ্রামের সোহেল রানা বাফুফের রেফারি নির্বাচিত হয়েছেন। এই প্রথম মেহেরপুরের কোনো খেলোয়াড় বাংলাদেশ ফুটবল ফেডারেশনর (বাফুফে) রেফারি নির্বাচিত হয়েছেন। সোহেল রানা মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি বাফুফের ৩য় শ্রেণির রেফারি হিসেবে নির্বাচিত হয়েছেন। চলতি বছরের গোড়ার দিকে বাফুফের অধীনে প্রশিক্ষণ গ্রহণ ও বিভিন্ন ধরণের পরীক্ষা দিয়ে সোহেল রানা উত্তীর্ণ হন। উত্তীর্ণ হওয়ার পর বাফুফের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সনদপত্র দেওয়া হয় তাঁকে। এদিকে সনদ পাওয়ার পর গত বৃহস্পতিবার তিনি মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের সঙ্গে দেখা করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানাকে অভিনন্দন জানান। এ সময় সোহেল রানা তাঁর প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর ও মেহেরপুর জেলার ফুটবলের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সোহেল রানা বাফুফের রেফারি নির্বাচিত হওয়ায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।