চুয়াডাঙ্গা বুধবার , ৭ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বানসালির সিনেমায় সোনাক্ষী

সমীকরণ প্রতিবেদন
জুলাই ৭, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদন:
বলিউডের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। সম্প্রতি আলিয়া ভাটকে নিয়ে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, খুব শিগগির তার নতুন সিনেমা ‘হীরা মাণ্ডি’র শুটিং শুরু করবেন বানসালি। ইতোমধ্যে চিত্রনাট্যও প্রায় প্রস্তুত করে ফেলেছেন। আর সিনেমাটিতে অভিনয় করবেন সোনাক্ষী সিনহা। সর্বশেষ ‘দাবাং থ্রি’ সিনেমায় অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। ২০১৯ সালে মুক্তি পেয়েছে সিনেমাটি। তার আগে তেমন কোনো হিট সিনেমা উপহার দিতে পারেননি। বানসালির এই সিনেমা তার ক্যারিয়ারে নতুন মাইলফলক হতে পারে বলে মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা। সিনেমাটিতে অভিনয়ের জন্য নাকি কত্থক নৃত্যও শিখছেন সোনাক্ষী সিনহা। অনেকদিন থেকেই ‘হীরা মাণ্ডি’ সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করছিলেন সঞ্জয় লীলা বানসালি। বাঈজিদের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হবে সিনেমাটি। ইতোমধ্যে এর আর্ট ডিরেকশনের কাজও শুরু হয়েছে। সোনাক্ষী ছাড়াও সিনেমাটি মাধুরী দীক্ষিত, হুমা কুরেশিকে দেখা যাবে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।