চুয়াডাঙ্গা সোমবার , ৫ সেপ্টেম্বর ২০১৬

বানরের তাড়া খেয়ে যুবকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ৫, ২০১৬ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

সমীকরণ ডেস্ক: বানরের তাড়া খেয়ে বাড়ির তিনতলা ছাদ থেকে পড়ে সাইফুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে চাঁদপুর শহরের গুয়াখোলা রোডস্থ জামাল বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। চাঁদপুর মডেল থানার ওসি ওয়ারী উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাইফুল সদর উপজেলার বহরিয়া গ্রামের সিরাজ মাঝির ছেলে। জানা গেছে, ওই বাড়ির মালিক জামাল বেপারী একজন টেইলার্স ব্যবসায়ী। শহরে ময়ূরী টেইলার্স নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। রোববার সন্ধায় ওই প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী তার বাসায় বেড়াতে আসেন। এসময় বিদ্যুৎ চলে গেলে তিনজন কর্মচারী ওই বাড়ির তিনতলা ছাদে ওঠেন। এ সময় ওই ছাদে অবস্থান করা চারটি বানর তাদেরকে তাড়া করে। এতে তারা ভয়ে দৌড় দিলে অসাবধানতাবশত সাইফুল ছাদ থেকে নিচে পড়ে যান। মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  ডা. গোলাম রায়হান তাকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।