বাদপুকুরিয়া কারীর মোড় জামে মসজিদের টাইলসের কাজ উদ্বোধন

প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া কারীর মোড় জামে মসজিদের টাইলসের কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাদপুকুরিয়া কারীর মোড় জামে মসজিদ ও ত্রিমহনী চাল কল মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম মন্ডল, মসজিদের সাধারণ সম্পাদক আ.রব মুন্সি, মসজিদের ইমাম আকমল হোসেন, বাদপুকুরিয়া যুবসমাজের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আফছার মন্ডল, আরজান মন্ডল, আবুল কাশেম, ছাব্দার মন্ডল, শফি উদ্দিন, হাবিবুর রহমান, ওসমান গনী প্রমুখ।