বাড়ে ভীষণ জ্বালা
– এম এ মামুন
শক্তি বল আর সামর্থ্যবান
কিম্বা ধনী-গরিব,
ব্যবহারে বংশের ধারার
কেউ করে না গসিব।
ছাত্র আর শিক্ষক বলেন
কারো ধৈর্য্য নাই,
একটুখানি ভুলের জন্য
শয়তানের হয় জয়।
গোষ্ঠীভিত্তিক চিন্তা সবার
অকাজে সব বাড়ে,
ঈমান আমল লোপ পাইযে
শয়তান ওঠে ঘাড়ে।
বাধলে ছোট-খাটো ন্যাটা
আগুনে ঘি ঢালা,
সবার মাথায় রক্ত ওঠে
বাড়ে ভীষণ জ্বালা।
খবর: (ঢাকায় ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ)
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।