বাজেট এলে
– এম এ মামুন
লাখো কোটির আসছে বাজেট
কী বাড়ে কী কমে,
বাজেট মানে ধনীর ভালো
করবে বাড়ি রোমে।
বাজেট এলে সবাই মিলে
নানান কথা কই,
বাজেট মানে গরিব ধোকা
ধনীর হবে জয়।
বাজেট মানে মজুতদারের
হয়যে পোয়াবারো,
বাজেট এলে নি¤œবিত্তের
কপাল পড়ে আরো।
বাজেট এলে ধনীর হাতে
কালো টাকা সাদা,
বাজেট মানে লুটের খেলা
কি বুঝলেন দাদা?
খবর: (আসছে প্রায় ৭ লাখ কোটি টাকার বাজেট)
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।