বাঙালির হৃদয়পটে চিরস্মরণীয় হয়ে আছেন এ মহান নেতা

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বঙ্গবন্ধুর ম্যুরালটি নির্মাণে সহায়তা করেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ।
উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, বাঙালি জাতিকে হৃদয় নিংড়ানো ভালোবাসার মাধ্যমে সবকিছু উজাড় করে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ দেশের মানুষের সঙ্গে ছিল তার অবিনশ্বর আত্মার বন্ধন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের পরও এ বন্ধন ছিন্ন হয়নি। ‘সোনার বাংলা’ গড়তে তিনি যে সুদূরপ্রসারী কর্মযজ্ঞের সূচনা করেছিলেন, এর মাধ্যমে বাঙালির হৃদয়পটে চিরস্মরণীয় হয়ে আছেন এ মহান নেতা।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ওরফে গরীব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মৌমিতা পারভীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুহ, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এএসএম শামীমুজ্জামান, সদর উপজেলা প্রোকৌশলী আরিফউদ্দৌলা, বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ হাসানুজ্জামান মানিকসহ আরও অনেকে।