প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থসম্পাদক শায়েস্তা খান গণসংযোগ শুরু করেছেন। গত শুক্রবার বেলা ৩টায় নিজ গ্রাম ১ নম্বর ওয়ার্ড নাজিরাকোনা থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে বাগোয়ান, বল্লভপুর, ভবরপাড়া ও আনন্দবাস গ্রামে ব্যাপক গণসংযোগ করেন তিনি। এসময় তার সফরসঙ্গী ছিলেন ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। শায়েস্তা খান গণসংযোগ শুরুর প্রথমেই ভবেরপাড়া হয়ে আনন্দবাস গ্রামের কৃতি সন্তান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুজিবনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের সাথে সাক্ষাৎ করেন। পরে বাগোয়ান ইউনিয়ন আ.লীগ সভাপতি মধু বিশ্বাস, আনন্দবাস ৭ নম্বর ওয়ার্ড আ.লীগ সেক্রেটারি রাহাতুল্লাহসহ আনন্দবাস গ্রামের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন। এছাড়াও বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আ.লীগ সেক্রেটারি আলী আরশাদ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা, জেলা মহিলা লীগের সেক্রেটারি বল্লভপুর গ্রামের এডভোকেট রুত শোভা মন্ডলসহ স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
