মেহেরপুর অফিস:
২০১৯-২০ অর্থবছরে এলজিএসপি-৩ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধে বাগোয়ান ইউনিয়ন পরিষদের আয়োজনে উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে এগারোটার দিকে মজিরনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপকরণ বিতরণের আয়োজন করা হয়। উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ডিএফ (এলজিএসপি-৩) ইকবাল হোসেন। বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মোমিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আয়ুব হোসেন প্রমুখ। এ সময় বাগোয়ান ইউনিয়নের ২ শত জন উপকারভোগীদের মাঝে মাস্ক, ব্লিচিং পাওডার ও সাবান বিতরণ করা হয়।