বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী ও সাধারণ সম্পাদক জয়ন্ত সিংহ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে অগঠনতান্ত্রিকভাবে ও সংশ্লিষ্ট সকল মন্দির ও পূজামণ্ডপ কমিটির সম্মতি না নিয়ে এক তরফাভাবে গঠিত চুয়াডাঙ্গা জেলা ও সকল উপজেলা পূজা উদ্যাপন পরিষদ বাতিল করে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি আগামী এক মাসের মধ্যে গঠন করার জন্য জোর দাবি জানানো হয়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।