বাংলাদেশ যুব ইউনিয়নের ‘ঘুষ ছাড়া চাকরি চাই’ দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ
- আপলোড টাইম : ০২:১৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬
- / ৫৩১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: গতকাল ১৯ আগস্ট বেলা ১০টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে বাংলাদেশ যুব ইউনিয়ন, চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে ‘ঘুষ ছাড়া চাকরি চাই’ দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আগামী ২৮ আগস্ট যুব ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকায় ‘ঘুষ ছাড়া চাকরি চাই’ ইস্যুতে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে এবং সারাদেশ থেকে সংগৃহীত গণস্বাক্ষরসহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। মানববন্ধনে ‘ঘুষ ছাড়া চাকরি চাই’ ইস্যুতে যুব ইউনিয়নের সাত দফা দাবী তুলে ধরা হয় এবং অবিলম্বে সকল ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবী করা হয়। সমাবেশে বক্তারা বলেন নিয়োগ বাণিজ্যের কারণে মেধাবী ও দক্ষ ব্যক্তিরা চাকুরীর অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং মেধাহীন প্রশাসন ও সেবা প্রতিষ্ঠান গড়ে উঠছে। সর্বক্ষেত্রে অন-লাইনে আবেদন ও রেজিস্ট্রেশন করতে হবে, ব্যাংক-ড্রাফট, পে-অর্ডার, চালান প্রভৃতি প্রথা বাতিল করতে হবে, চাকুরীর বয়সসীমা ৩৫ বছর করতে হবে, সকল নিয়োগ পরীক্ষায় ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে হবে। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সম্পাদক রিচার্ড রহমান, সাংবাদিক জাহিদুল ইসলাম ও রানা মাসুদ, শিক্ষার্থী সুমন মিয়া, উদীচীর সভাপতি এড. নওশের আলী ও সম্পাদক হাবিবি জহির রায়হান, অরিন্দম সম্পাদক আব্দুস সালাম, ডিঙ্গেদাহ উদীচীর সহ-সম্পাদক সাইফুল ইসলাম, যুব ইউনিয়ন আহবায়ক শাহেদ জামাল, যুগ্ম আহবায়ক মিলন কুমার অধিকারী ও সদস্য শেখ ফরিদ আহম্মেদ।