বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির অভিষেক অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৪:৫৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
- / ৩০১ বার পড়া হয়েছে
মুজিবনগর প্রতিনিধি: বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির অভিষেক অনুষ্ঠান/১৭ মুজিবনগর কমপ্লেক্সের পর্যটন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে মেহেরপুর জেলা পরিবেশক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাধারন সম্পাদক আলহাজ মোঃ গোলাম রসুল এবং প্রধান আলোচক ছিলেন জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ জয়নাল আবেদীন। বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির চেয়ারপার্সন এবং মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান, বাংলাদেশ ভোগ্য পণ্য পরিবেশক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ মোস্তফা কামাল, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। অরণীর থিয়েটারের সভাপতি নিশান সাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ভোগ্য পণ্য পরিবেশক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার জিহাদুল হক, নাটোর জেলা পরিবেশক সমিতির সভাপতি ফরমান খাঁন সৈকত ও সাধারন সম্পাদক তাপস চক্রবতী, টাঙ্গাইল জেলা পরিবেশক সমিতির সভাপতি মোঃ আলম, ফরিদপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি নবীন চৌধুরী, স্কয়ার কোম্পানির পরিবেশক হারুনুর রশিদ প্রমূখ। এসময় সেখানে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সার্কেল আহসান হাবীব, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কামাল হোসেন, মেহেরপুর জেলা পরিবেশক সমিতির উপদেষ্টা আলী হোসেন, সভাপতি হাসেম আলী, সহ-সভাপতি বাংলাদেশ দক্ষিন-পশ্চিম ও উত্তরাঞ্চল ১৬টি জেলার পরিবেশক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকগনেরা। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।