চুয়াডাঙ্গা শুক্রবার , ৪ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

‘বাংলাদেশি ২৮ নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে’

নিউজ রুমঃ
মার্চ ৪, ২০২২ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদন:

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকাপড়া বাংলাদেশি জাহাজটি ‘বাংলার সমৃদ্ধি’-তে থাকা ২৮ জন নাবিক ও ইঞ্জিনিয়ারকে ওই বন্দর থেকে দুই কিলোমিটার দূরের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। পোল্যান্ড থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এ খবর জানিয়েছেন। ‘বাংলার সমৃদ্ধি’ নামের ওই জাহাজটিতে গত বুধবার রকেট হামলায় নিহত হওয়া ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহও একটি নিরাপদ হিমাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান। রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন আরও জানান, বন্দরটির আশপাশের এলাকায় বাংলাদেশী অনেকে রয়েছেন – যাদের সহায়তার এ কাজটি দ্রুত করা সম্ভব হয়েছে। তিনি বলেন, হাদিসুর রহমানের মরদেহসহ এই ২৮ জনকে সীমান্ত পার করে পোল্যান্ডে নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে। সূত্র বিবিসি বাংলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।