খেলাধুলা ডেস্ক: দেশের ক্রীড়াঙ্গন ছাপিয়ে বাংলাদেশের সাঁতারুরা আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে। সম্প্রতি দেশের বাইরে অনুষ্ঠিত এস এ গেমস ও সাউথ এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আমাদের কৃতী সাঁতারুরা। গত ১৮-২৩শে অক্টোবর ২০১৬ শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি সাঁতারুরা দুইটি স্বর্ণ, দুইটি রৌপ্যসহ মোট ৯টি পদক লাভ করে। কলম্বোর সুগাথা দাসা স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে সুইমিং পুলে ঝড় তোলে সাঁতারু আরিফুল ইসলাম, রোমানা আক্তার, মাহফুজা খাতুন শীলা এবং মাহফিজুর রাহমান সাগর। সাউথ এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ-এর বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশের কৃতী সাঁতারু আরিফুল ইসলাম ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১:০৮.২১ সময় নিয়ে প্রথম স্বর্ণ এবং ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৩০.৯৪ সময় নিয়ে দ্বিতীয় স্বর্ণ পদক লাভ করেন। অন্যদিকে অনূর্ধ্ব-১৮ বালিকা বিভাগে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে রোমানা আক্তার ৩৭.০৩ সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন। এছাড়া মাহফুজা খাতুন শীলা ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে রৌপ্য পদক এবং মাহফিজুর রহমান সাগর ১০০ মিটার ফ্রি স্টাইলে ৫৩.১১ সময় নিয়ে রৌপ্য পদক লাভ করেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ১২তম এসএ গেমসে বাংলাদেশ সাঁতারু মাহফুজা খাতুন শীলা ৫০ এবং ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অংশ নিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করে দুইটি স্বর্ণ পদক লাভ করে যা দেশের সাঁতারে একটি বড় সাফল্য।