চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বাঁকা প্রিমিয়ার লীগের ১০ম আসরে বাঁকা পশ্চিমপাড়া ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন

নিউজ রুমঃ
জুলাই ২১, ২০২২ ৭:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে বাঁকা প্রিমিয়ার লীগের ১০ম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাঁকা পশ্চিমপাড়া ক্রীড়া সংস্থা। গতকাল বুধবার ফাইনাল খেলায় বাঁকা আশতলাপাড়া বিগ ফাইটারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পশ্চিমপাড়া ক্রীড়া সংস্থা। টচে জিতে প্রথমে ব্যাটিংএ নামে বাঁকা পশ্চিমপাড়া ক্রীড়া সংস্থা। বাঁকা আশতলাপাড়া বিগ ফাইটারকে ১০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৭৫ রানে অলআউট হয় আশতলাপাড়া বিগ ফাইটার। ফাইনাল খেলায় ম্যাচ সেরা হন বাঁকা পশ্চিমপাড়া ক্রীড়া সংস্থার অধিনায়ক মো. রাশেদ।

এদিকে বাঁকা প্রিমিয়ার লীগের ১০ম আসরে ম্যান অব দ্য টুনামেন্ট হন সোহান। খেলা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের প্রধান। এসময় উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরজ, ইউপি সদস্য মোস্তফা কামাল রবি, আওয়মী লীগ নেতা কামরুজ্জামান কাবু, মিয়াজান প্রমুখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।