
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে গণসংযোগ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় রুস্তম আলীর সভাপতিত্বে গণ সংযোগে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ইশা, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীন, বাঁকা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের প্রধান। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। দলমত ভুলে সকলে কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।