বলিউডে স্বল্প সময়ে সাহসী রাধিকা আপ্তে

31790_radhikaবিনোদন ডেস্ক: বলিউডে স্বল্প সময়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। আলোচিত হয়েছেন বেশ। সে সঙ্গে নগ্ন সেলফি প্রকাশ পাওয়া, মিডিয়ায় বিতর্কিত বক্তব্য প্রদানের কারণে নানা সময়ে সমালোচনার পাত্রীও তিনি। বলা হচ্ছে রাধিকা আপ্তের কথা। বলিউড ছবি  ‘পার্চড’-এ অভিনয় করেছেন সম্প্রতি। সম্প্রতি ছবির কিছু দৃশ্য অনলাইনে প্রকাশ হয়ে যায়। শুধু তাই নয়, নায়ক আদিল হোসেনের সঙ্গে যৌন দৃশ্য ছড়িয়ে পড়ে সর্বত্র। কলকাতার  বিভিন্ন পাইরেটেড ডিভিডির দোকানে ‘পর্নো’ বলে বিক্রিও হয়েছে। এ নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েন রাধিকা। তবে বিতর্কের ভয়ে কখনোই নিজেকে চুপ করে রাখেননি। এ ঘটনার পর মুখ খুলেছেন রাধিকা। মিডিয়াতে সাহসী বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ভিডিও ভাইরাল হয়েছে কিভাবে সেটা রাধিকার জানা নেই। তবে ছবিতে সেসব দৃশ্য আছে বলে অকপটে স্বীকার করেন তিনি। কিন্তু এতে তার সঙ্গে আদিলকেও দেখা গেছে। তাকে নিয়ে মিডিয়া কিছু বলছে না। শুধু রাধিকাকে নিয়ে কেন সবাই মাতামাতি করবে। সম্প্রতি আরেক সাক্ষাৎকারে রাধিকা বলেন, সমালোচনা বা বিতর্কের ভয়ে আমি চুপ করে থাকতে পারি না। যেটা বিশ্বাস করি, সেটা নিয়ে কথা বলি। ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে বাঁচতে পারবো না। তাছাড়া চুপ করে থাকলেই যে বিতর্কে জড়াবেন না, তারও কোনো গ্যারান্টি নেই। অনেক সময় চুপ থাকলেই বেশি ঝামেলায় পড়তে হয়! আমি এসব না ভেবে নিজের মতো কাজ করে যেতে চাই।