বললে কথা গায়ে লাগে
– এম এ মামুন
বললে কথা গায়ে লাগে
ফোলে সবাই ভীষণ রাগে
নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ক্যান?
উচিত কথার হয় না জবাব
করেন সবাই ধ্যান।
আগুন ঝরা বাজার নিয়ে
যতই বলো মিছিল করো
এসব কথায় দেয় না ওরা কান,
বেশি কথা বললে পরে
লোক পাঠাবে ঘরে ঘরে
কাড়তে পারে প্রাণ।
তবুও কথা বলতে হবে
দশের কথা ভাবতে হবে
মূল্য কেন বেশি?
ছু’মন্তর ছু খাচ্ছ হাবুডুবু
চড়া দামে থাকবা খাবা
যেমন থাকে দাসী।
খবর: (ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।