বর্ষীয়ান রাজনীতিক হাজি মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দোয়া

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলার প্রথম শিল্পপতি ও চুয়াডাঙ্গা চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো. মোজাম্মেল হকের ৩য় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল শুক্রবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার আছরের নামাজের পরে রাজধানীর গুলশান এভিনিউয়ে অবস্থিত বঙ্গজ-তাল্লু গ্রুপের প্রধান কার্যালয়সহ চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে অবস্থিত বঙ্গজ ফ্যাক্টরীতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহে অবস্থিত তাল্লু ফ্যাক্টরীর ১ ও ২নং ইউনিটে এবং ঢাকা গাজিপুরের শ্রীপুরে অবিস্থত বঙ্গজ হোল্ডিং-এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, হাজী মো. মোজাম্মেল হক ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুর আগে কঠোর পরিশ্রম, সততা ও একাগ্রতা দিয়ে তাঁর জীবদ্দশায় বঙ্গজ, তাল্লু স্পিনিং, মিথুন কর্পোরেশনসহ বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। মরহুম মোজাম্মেল হক শুধু সফল শিল্পপতি ছিলেন না, একই সাথে তিনি সফল রাজনীতিকও ছিলেন। তিনি দীর্ঘদিন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতিসহ চুয়াডাঙ্গা-২ আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন। বর্ষীয়ান রাজনীতিক হাজি মো. মোজাম্মেল হক বর্ণাঢ্য সামাজিক ও রাজনৈতিক জীবনের পরিচিতির সঙ্গে সফল শিল্পপতি হিসেবে সবার কাছে সমধিক পরিচিত ছিলেন। বঙ্গজ-তাল্লু গ্রুপের এবং রেডিও টুডের চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি তিনি মৃত্যুবরণ করেন।