বদরগঞ্জ অফিস: গতকাল চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের দশমী গ্রামের হাফেজিয়া মাদ্রাসার নিকট সড়ক দুর্ঘটনায় এক কৃষক নিহত হয়েছে। নিহত কৃষক একই সদরের পদ্মবিলা ইউনিয়নের খাজুরা গ্রামের মৃত নবিচ-উদ্দীন মন্ডলের ছেলে। জানা গেছে, পদ্মবিলা ইউনিয়নের মৃত নবীচ-উদ্দীনের ছেলে রফিক (৩৫) নিজ জমির কচু বিক্রয়ের উদ্দেশ্যে গতকাল একটি পাখিভ্যানে করে ঝিনাইদহ সদরের ডাকবাংলা বাজারে যাচ্ছিলো। আনুমানিক ভোর সাড়ে ৫ টার দিকে বদরগঞ্জ বাজারের অদূর দশমী গ্রামের হাফেজিয়া মাদ্রাসার নিকট পৌছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক কচুবোঝাই ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কৃষক রফিক মারা যায়। খবর পেয়ে স্থানীয় সিন্দুরিয়া ও সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে এসে পৌছায়। পরে নিহত কৃষক রফিকের স্বজনেরা এলে স্থানীয় নেতৃবর্গের সহযোগিতাই রফিকের লাশ তার পরিবারের নিকট হস্থান্তর করে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।