মেহেরপুর অফিস:
বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীর জনমনে বিভ্রান্তিমূলক ফতোয়া ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল রোববার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, আরিফুল ইসলাম সোভান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন মিঠু, গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জীবন প্রমুখ। এ সময় মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।