বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মেহেরপুরে মাববন্ধন
- আপলোড টাইম : ১১:৪২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬
- / ৫৪৪ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মেহেরপুরে মানবন্ধন কর্মসূচী পালন করেছে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি আনারুল মিয়া। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদরুল আনাম, সাধারণ সম্পাদক আব্দুল লতিব, সহ সভাপতি সাদিকুজ্জামান খাঁন, রোকনউদ্দিন আহম্মেদ, অর্থ সম্পাদক সামসূল হুদা শিশির, সাংগাঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু, গাংনী উপজেলা শাখার সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মুজিবনগর শাখার সভাপতি এনামূল হক, সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন, নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রকিবুল হাসান রনো প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবর রহমান সহ স্ব-পরিবারে হত্যা করা হয়। আবারও ২০০৪ সালে ২১ আগস্ট গেনেড হামলার মাধ্যমে বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। এসব হত্যাকান্ডের নিন্দা জ্ঞাপন করেন বক্তরা। এছাড়া বঙ্গবন্ধুর পলাতক খুনিদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তারা।