‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক অবহিতকরণ সভায় ডিসি ড. মুনসুর আলম খান
মেহেরপুর অফিস:
মেহেরপুরে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক কর্মসূচি সফল করতে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জুমের মাধ্যমে সভায় অংশ নেন জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য দেন সিনিয়র কমিশনার আরাফাত হুসাইন, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মণ্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, একুশে টিভির প্রতিনিধি ফারুক হোসেন, আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক, বাংলানিউজের জেলা প্রতিনিধি জুলফিকার আলী কানন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু প্রমুখ।
অবহিতকরণ সভায় মূখ্য আলোচক জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান বলেন, জাতির পিতাকে বেশি বেশি করে চর্চা করে নিজেদের শানিত করতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা হয়, অথচ জাতির পিতাকে নিয়ে অদ্যবধি কোনো গবেষণাকেন্দ্র গড়ে ওঠেনি। বঙ্গবন্ধুকে নিয়ে এখন পর্যন্ত দেশে কোনো লোক গবেষণাও করেনি। তাই বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা কেন্দ্র গড়ে তোলা সময়ের দাবি। জেলা প্রশাসক আরও বলেন, মেহেরপুরের মাটি মুক্তিযুদ্ধের মাটি। এ মাটি পবিত্র। তাই এই পবিত্র মাটিকে নিয়ে দেশের মানুষের ভালোবাসা ও আবেগ রয়েছে। সেই আবেগকে কাজে লাগিয়ে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক আয়োজন করবে মেহেরপুর জেলা প্রশাসন। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ৭টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এছাড়া বিভিন্ন সময়ে আলোচক হিসেবে থাকবেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ ম স আরেফিন সিদ্দিকী, শিক্ষাবিদ ড. জাফর ইকবল, সৈয়দ আনোয়ার, সামসুল হক, ব্যারিস্টার আমিরুল ইসলাম, প্রথম আলোর উপ-সম্পাদক আনিসুল হক, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী, বিশিষ্ট কলামিষ্ট আব্দুল গাফ্ফার চৌধুরীসহ দেশ বরেণ্য ব্যক্তিত্ব। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে জেলার সাংবাদিক, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সুশীল সমাজসহ সব স্তরের লোকজনের সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান।