বখাটের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিলেন ঝিনাইদহ পৌর মেয়র মিন্টু

OLYMPUS DIGITAL CAMERA

 

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

ঝিনাইদহ অফিস: প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বখাটের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী পূজা মজুমদারের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। বুধবার রাতে পৌর মেয়র পূজার বাড়ীতে তাকে দেখতে যান। এ সময় তিন পূজার স্বজনদের কাছে আহত স্কুল ছাত্রীর যাবতীয় চিকিৎসার ব্যায়ভার গ্রহনের আশ^াস দেন। পৌর মেয়রের সাথে এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উলে¬খ্য, ঝিনাইদহ শহরের উপশহর পাড়ার স্কুল ছাত্রী পূজাকে গত এক বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যাক্ত করে আসছিল একই পাড়ার বখাটে যুবক লিটু হোসেন। পূজা তার প্রেম প্রত্যাখান করায় সোমবার সন্ধ্যায় তাকে ছুরিকাঘাত করে। এতে তার ডান কানসহ মুখের এক পাস কেটে গুরুতর জখম হয়। বুধবার বখাটে লিটু গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে পুলিশ। বর্তমান পূজা হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে উঠেছে।