বউ পালিয়েছে অন্যের সাথে, চলন্ত ট্রেন থেকে স্বামী ঝাঁপ

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ‘আত্মহত্যার’ জন্য চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে শফিকুল ইসলাম (২৭) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গার ফার্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত শফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুন ইসলামপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।

শফিকুল বলেন, ‘আমার বউ গ্রামের একজনের সাথে পরকীয়া করে তার সাথে পালিয়ে গেছে। এতে আমি মানসিকভাবে খুব আঘাত পেয়েছি। তাই আমি চলন্ত ট্রেনের জানালা দিয়ে আত্মহত্যার জন্য লাফ দিই।’