বই ছাপা তাই বন্ধ
এম এ মামুন
গ্যাস না থাকায় বন্ধ মেশিন
বই ছাপা তাই বন্ধ,
বই নিয়ে তাই শঙ্কা আছে
শিশুর মনেও দ্বন্দ্ব।
কি করে সব কর্তাবাবু
গ্যাসের লাইন বন্ধ,
এইভাবে তাই শিক্ষা নিয়ে
মিলছে নাকো ছন্দ।
কাগজ কলের ঘুরলে চাকা
হবে বইয়ের প্রকাশ,
খোকা-খুকুর শিক্ষা-দ্বারের
ঘটতে পারে বিকাশ।
কিন্তু যারা কাগজ নিয়ে
করছে নানান খেলা,
খুঁজে এনে সেই শেয়ানার
দাও ডুবিয়ে ভেলা।
খবরঃ (কাগজ উৎপাদনে ঘাটতি, পাঠ্যপুস্তক মুদ্রণ বন্ধ)
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।