প্রতিবেদক, হাসাদাহ:
ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জীবননগর উপজেলার হাসাদাহ প্রেসক্লাব ও সহযাত্রী ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার বিকালে হাসাদাহ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডিএম মতিয়ার রহমান, হাসাদাহ জামে মসজিদ কমিটির সভাপতি খলিল উদ্দীন, সাধারণ সম্পাদক আহাসান খন্দকার, হাজী কুতুব উদ্দীন, খন্দকার জামাল উদ্দীন ভরসা সাংবাদিক কবির আহমদ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মনিরুজ্জামান রিপন, শামসুল আলম, আল আমিন, বদরুজ্জামান শ্যামল, মুন্সী কবির হোসেন, সহযাত্রীর ফাউন্ডেশনের সভাপতি সাব্বির হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক আল মামুন, উপদেষ্টা সোহানুর রহমান, সহসভাপতি আজিজুল হাকিম তাজু প্রমুখ।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।