চুয়াডাঙ্গা বুধবার , ১১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সের হয়ে আর খেলবেন না হুগো লরিসকে

নিউজ রুমঃ
জানুয়ারি ১১, ২০২৩ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

খেলাধুলা প্রতিবেদন:

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর জানালেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক হুগি লরিস। সোমবার দেশের হয়ে ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নিলেও, ক্লাব ক্যারিয়ারে ফুটবল চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত জানান এ গোলরক্ষক। তার নেতৃত্বে ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স। কাতার বিশ্বকাপেও ফাইনালে উঠেছিলো দলটি। রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারে ফ্রান্স। দেশের হয়ে রেকর্ড সংখ্যক ম্যাচ খেলেছেন তিনি। কাতার বিশ্বকাপের সময়ই ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়েন। ৩৬ বছরের এই গোলরকিপার ফরাসি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয় দেশের হয়ে আর কিছু দেয়ার নেই। তাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালাম। সামনে ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে। আমার মনে হয়, এটাই সঠিক সময় ঘোষণা করে দেয়ার। তার ঘোষণায় টিম ম্যানেজমেন্ট এবং ফরাসি ফুটবল সংস্থা নতুন পরিকল্পনা গড়তে পারবে। ২০১০ সালের বিশ্বকাপে ভরাডুবির পর থেকে ফ্রান্স শিবিরের অধিনায়কের আর্মব্যান্ড তার হাতে ওঠে। এমন কী টটেনহ্যামের হয়েও নেতৃত্ব দেন লরিস। এবার থেকে শুধু টটেনহ্যামের হয়েই খেলতে দেখা যাবে তাকে। লরিস ফ্রান্সের হয়ে ১৪২ ম্যাচ খেলেছিলেন। ২০০৮ সালে ২১ বছর বয়সে উরুগুয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ফ্রান্সের জার্সিতে অভিষেক হয় বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক লরিসের। এদিকে, লরিসের হঠাৎ অবসরের পর ফ্রান্সের অধিনায়কের দায়িত্ব এবার কিলিয়ান এমবাপের কাঁধেই পড়তে চলেছে সেটা পরিষ্কার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।