ফেসবুকে পোস্ট দিয়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধী আনারুল

সমীকরণ প্রতিবেদন:
নিজের জন্য একটি হুইল চেয়ারের আবেদন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চুয়াডাঙ্গা কেন্দ্রীক বিভিন্ন গ্রুপে পোস্ট করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা গ্রামের প্রতিবন্ধী আনারুল ইসলাম। পোস্টটি নজরে পড়ে চুয়াডাঙ্গা জেলার কৃতী সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার।

পোস্ট দেখা মাত্রই তিনি তারই প্রতিষ্ঠিত সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তাকে দ্রুত প্রতিবন্ধী আনারুলের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করার জন্য নিদের্শনা প্রদান করেন। তাঁর নির্দেশনা মোতাবেক গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তারাদেবী ফাউন্ডেশনের নিজস্ব গাড়িতে করে খাড়াগোদা বাজারে এসে আনারুল ইসলামকে হুইল চেয়ার প্রদান করে তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কমকর্তা আলমগীর কবীর শিপলু।

এসময় তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছে কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা কর্তৃক প্রতিষ্ঠিত তারাদেবী ফাউন্ডেশন। ইতঃমধ্যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তিকে আর্থিক সহযোগিতার পাশাপাশি, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণসহ নানাবিধ উন্নয়নমূলক কাজ করে জেলাবাসীর আস্থায় পরিণত হয়েছে তারাদেবী ফাউন্ডেশন।

এদিকে, হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী আনারুল ইসলাম আবেগে আপ্লুত হয়ে বলেন, ‘দীর্ঘ ১৪ বছর যাবৎ বিছানাগত হয়েছিলাম। এর আগে তিন বছর পূর্বে ফেসবুকে নিজের অসহায়ত্বের কথা লিখে পোস্ট করলে তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা জেলার সাবেক পুলিশ সুপার জাহিদুল ইসলাম স্যারের মাধ্যমে আমাকে একটি হুইল চেয়ার প্রদান করেছিল। সেটি নষ্ট হয়ে যাবার পর তিনবছর পর আজও আমার আহ্বানে সাড়া দিয়ে আমার পাশে দাঁড়ালো তারাদেবী ফাউন্ডেশন।’ হুইল চেয়ার হস্তন্তর করার সময় উপস্থিত লোকজন তারাদেবী ফাউন্ডেশন ও তাঁর প্রতিষ্ঠাতা দিলীপ কুমার আগরওয়ালার মানবিকতার ভুয়সী প্রশংসা করেন।