নিজস্ব প্রতিবেদক: ফেনসিডিলসহ একরামুল মোল্লাকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ সিএন্ডবিপাড়া থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার একরামুল মোল্লা চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ গ্রামের মালেক মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে মাদকদ্রব্যসহ এক ব্যক্তি সিএন্ডবি এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাদিউজ্জামান হাদী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় আটককৃত আসামির শরীর তল্লাশি করে ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানার পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসমির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।