চুয়াডাঙ্গা বুধবার , ২ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফিরবো বাড়ি তবেই -এম এ মামুন

নিউজ রুমঃ
নভেম্বর ২, ২০২২ ৮:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফিরবো বাড়ি তবেই
-এম এ মামুন

সাগর-রুনির খুনি কারা,
জানতে ক’দিন লাগে?
মনটাই চাই খুন হয়ে যায়
বাঁচা মরার আগে।

হায়রে দেশের আইন-কানুন
আর কি সহ্য হয়,
এমন দেশে বিচার নিতে
মরতে ইচ্ছে হয়।

খুন হয়েছে আমার ভাই
খুনিরা এই দেশের,
তবে ধরতে কেন লাগছে সময়
ফন্দি-ফিকির তাসের।

যতই কর টালবাহানা
খুনির বিচার হবেই,
ফাঁসির মঞ্চে ঝুললেই খুনি
ফিরবো বাড়ি তবেই।

খবর: (সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ৯৩ বার পেছালো)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।