ফিজিক্স অলিম্পিয়াড’র পুরষ্কার বিতরণকালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
- আপলোড টাইম : ০৯:৩৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
- / ১০৬৩ বার পড়া হয়েছে
আগামির চিন্তা নিয়ে ভবিষ্যতের মানুষ হতে হবে
মেহেরাব্বিন সানভী: “এক যুগে বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে। প্রযুক্তির মাধ্যমে বিশ্ব এগিয়ে চলছে। তোমাদের মত তরুণ মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমেই বিজ্ঞানের আজকের এ অগ্রগতি। আজ বিভিন্ন বিষয়ের উপর অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বিজ্ঞানের চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক শিক্ষার জন্য ফিজিক্স অলিম্পিয়াড বিশেষ ভূমিকা রাখবে। চুয়াডাঙ্গা জেলার মানুষ শিক্ষিত হলেও উচ্চ শিক্ষিত ও সৃজনশীল শিক্ষায় শিক্ষিত নয়। এ কারণে এ জেলা থেকে সরকারিভাবে দেশে-বিদেশে উচ্চপদস্থ লোকবল কম। এ সংকট নিরসনে শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষা ও বিজ্ঞান ভিত্তিক ফিজিক্স অলিম্পিয়াড বিশেষ ভুমিকা রাখবে।” ফিজিক্স অলিম্পিয়াড-২০১৮’র পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
এসময় তিনি ফিজিক্স অলিম্পিয়াড-২০১৮’র আয়োজক ‘সাইন্স ক্লাব অব চুয়াডাঙ্গা এবং স্পোন্সার দৈনিক সময়ের সমীকরণ, রাইজিং গ্রুপ ও তারাদেবি ফাউন্ডেশনকে ধন্যবাদ দিয়ে আরো বলেন- এই অনুষ্ঠানটি সত্যিই মহৎ। অনুষ্ঠানটিকে সফল করতে যারা সহযোগীতা করেছেন তারা শুধু একটি আয়োজনকে সফল করতে সহযোগীতা করেননি ভুমিকা রাখছেন চুয়াডাঙ্গার শিক্ষার্থীদেকে বিজ্ঞানের প্রতি ভালোবাসা সৃষ্টিতে। আজকের বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চুয়াডাঙ্গাকেও এগিয়ে যেতে হবে। এমন সময় আসবে যখন বর্তমানের ব্যবসার ৮০ থেকে ৯০ শতাংশ পরিবর্তন হয়ে যাবে। টাকা আর পকেটে নিয়ে ঘোরা লাগবে না। আগামির চিন্তা নিয়ে ভবিষ্যতের মানুষ হতে হবে। এসময় তিনি যেকোনো ভালো কাজে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনকে পাশে পাওয়ার আশ্বাস দেন।
বাংলাদেশের স্বনামধন্য বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইইউটি, মেডিকেল কলেজ, ঢাবি, জাবি, জবি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের সংগঠন ‘সাইন্স ক্লাব অব চুয়াডাঙ্গা’র আয়োজনে, দৈনিক সময়ের সমীকরণ, রাইজিং গ্রুপ ও তারাদেবি ফাউন্ডেশনের সহযোগীতায় এছরই চুয়াডাঙ্গায় প্রথম বারের মত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ফিজিক্স অলিম্পিয়াড-২০১৮। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সরকারি কলেজের এফএফ হলে অনুষ্ঠিত হয় ফিজিক্স অলিম্পিয়াড-২০১৮’র পুরষ্কার বিতরণ। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সাইন্স ক্লাব অব চুয়াডাঙ্গা’র সভাপতি সজিবুল ইসলাম সজিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ও তারাদেবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া ইসলাম মহুয়া ও দ্বাদশ শ্রেণির ছাত্র ফাহিম আশহাব রশিদ অর্ণব। প্রতিযোগীতায় মাধ্যমিক পর্যায়ে ৮ম থেকে ১০ শ্রেণি গ্রুপে প্রথম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আনিকা আশরাফ, দ্বিতীয় ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শুফান শাহি ও তৃতীয় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ইশরাক জাহান মায়া এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ এবং দ্বাদশ গ্রুপে প্রথম স্থান অধিকার করে আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র শেখ ওয়াদুদ হোসেন, দ্বিতীয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র হাবিবুর রহমান ও তৃতীয় চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ফাহিম আশহাব রশীদ। পরে অতিথিরা দুই গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে পুরষ্কার হিসাবে ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও বই বিতরণ করেন এবং প্রতিযোগীতায় ১২’শ শিক্ষার্থীর মধ্যে বাছাই করে ১’শ জন শিক্ষার্থীকে দুইটি করে বই উপহার দেয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- ‘সাইন্স ক্লাব অব চুয়াডাঙ্গার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সাইনুর রহমান রাহুল, সহ-সাধারণ সম্পাদক তানভীর আনজুম জোয়ার্দ্দার (উচ্ছ্বাস), রুয়েটের পল্লব দে ফারহানা আফরিন লাম, কুয়েটের সাদিকুজ্জমান শোভন, মাহ্ফুজুর রহমান সজীব, মনিরুজ্জামান রতন, জান্নাতুল নাঈম, কাইয়ুম, আবু জুবায়ের, আইইউটির সাব্বির আহমেদ আরিফ, আহ্সানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরিফ ইশতিয়াক ইনাম, ঢাবির রেহেনুমা বিনতে মালেক, বুটেক্সের সাব্বির আহমেদ প্রিয়ম, জাবির জুনায়েদ, হাবিপ্রবির রাদ, ইবি’র আকিব, বাকৃবির মারুফ, খুবির রাহীসহ সাইন্স ক্লাব অব চুয়াডাঙ্গার সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ২০ আগস্ট সোমবার চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে চুয়াডাঙ্গার চারটি উপজেলা চুয়াডাঙ্গা সদর, দামুরহুদা, আলমডাঙ্গা ও জীবননগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে উদ্বোধনির পর মাধ্যমিক পর্যায়ে ৮ম থেকে ১০ শ্রেণি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুইটি গ্রুপে ১৩টি আলাদা আলাদা কক্ষে এক ঘন্টা ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।