ফাস্টর্ ক্যাপিটাল ইউনিভার্সিটির ইফতার মাহফিল

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ফাস্টর্ ক্যাপিটাল ইউনিভার্সিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ফাস্টর্ ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা—১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়াদ্দর্ার ছেলুন।

এসময় উপস্থিত ছিলেন ফাস্টর্ ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ—এর বোর্ড অব ট্রাস্টিজ—এর ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়াদ্দর্ার টোটন, ডেপুটি রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়াদ্দর্ার, পরীক্ষা নিয়ন্ত্রক ও কৃষি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. নাহিদ পারভেজ ও পরিচালক (অর্থ) আব্দুল মজিদ বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিক হেলথ্ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাজিন ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান  মোস্তাফিজুর রহমান, ইংলিশ বিভাগের বিভাগীয় প্রধান উম্মে তোহফা, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সামসুন নাহার, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান নুরুন্নাহার, ইইই বিভাগের বিভাগীয় প্রধান আরিফুর রহমান, আইন বিভাগের বিভাগীয় প্রধান বিল্লাহ হোসেন, মার্কেন্টাইল ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সেকেন্ড ম্যাছেজারসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা—কর্মচারীবৃন্দ এবং সকল বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।