সমীকরণ প্রতিবেদন:
করোনামহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরো ৯৬ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার হিসেবে দিয়েছে। এটা নিয়ে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকার পরিমাণ দাঁড়াল দুই কোটি ৮০ লাখ ডোজ। এ ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, করোনা মহামারী মোকাবেলায় আমরা বাংলাদেশের সাথে একযোগে কাজ করছি। তিন বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করতে গিয়ে এর চেয়ে বেশি গর্ববোধ আমি কখনো করিনি। আমি আনন্দের সাথে ঘোষণা করতে চাই, যুক্তরাষ্ট্রের জনগণের উদারতায় বাংলাদেশকে আরো ৯৬ লাখ টিকা উপহার হিসেবে দেয়া হচ্ছে। এটা নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশকে বিনামূল্যে দেয়া টিকার পরিমাণ দাঁড়াল দুই কোটি ৮০ লাখ ডোজ। আরো টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেয়া হবে। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রÑ দুই দেশের মানুষের আরো স্বাস্থ্যকর ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা কাজ করছি। আর এ কাজে সহায়তা দেয়ার জন্য বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের প্রতি সম্মান জানাচ্ছি। আমরা তাদের পাশে রয়েছি। চলতি বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশকে করোনাভাইরাস প্রতিরোধী ১০০ কোটি টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে উপহার হিসেবে দেয়া টিকা এই প্রতিশ্রুতিরই অংশ।