বিশ্ব প্রতিবেদন
সারাবিশ্বের চোখ এখন ৩রা নভেম্বরের দিকে। এদিনই হতে যাচ্ছে নতুন প্রেসিডেন্ট নির্বাচন। এতে নির্ধারিত হবে ক্ষমতাসীন বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পই টিকে থাকবেন, নাকি তাকে হটিয়ে হোয়াইট হাউজের টিকিট হাতে পাবেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। অবশ্য এখন পর্যন্ত পোল অব পোলসের হিসাবে জনপ্রিয়তায় এগিয়ে আছেন জো বাইডেন। তাকে সমর্থন করছেন শতকরা ৫১ ভাগ মার্কিন ভোটার। অন্যদিকে ডনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন শতকরা ৪৪ ভাগ। বিভিন্ন জরিপের ওপর ভিত্তি করে এই ফল প্রকাশ করেছে অনলাইন সিএনএন। এতে দেখা গেছে এনপিআর/পিবিএস/মারিস্টের জরিপে জো বাইডেনকে সমর্থন করছেন শতকরা ৫২ ভাগ মানুষ। ট্রাম্পকে সমর্থন করছেন শতকরা ৪৩ ভাগ। ফক্স নিউজের জরিপে বাইডেনকে সমর্থন করছেন শতকরা ৫১ ভাগ। ট্রাম্পকে শতকরা ৪৪ ভাগ। ইপসোস/রয়টার্সের জরিপে বাইডেনকে সমর্থন করছেন শতকরা ৫২ ভাগ ভোটার। ট্রাম্পকে ৪০ ভাগ। সিবিএস/ইউগভ-এর জরিপে বাইডেনকে সমর্থন করছেন শতকরা ৫২ ভাগ মানুষ। ট্রাম্পকে ৪২ ভাগ। সিএনএন/এসএসআরএসের জরিপে বাইডেনের সমর্থন শতকরা ৫১ ভাগ। ট্রাম্পের ৪৩ ভাগ। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এমন আরো জরিপ প্রকাশিত হবে। তাতে হিসাবে উত্থান-পতন হতে পারে।